পিরোজপুরে বিসিএস ক্যাডার ফোরামের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

অনলাইন ডেস্ক ; পিরোজপুরে ২৪তম ব্যাচের বিসিএস কমকর্তাগণ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও শারীরিক প্রতিবন্ধী মানুষের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন।
রোববার সকালে স্থানীয় ষ্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে ৩শ জনের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

ঈদ উপহারে পোলাও চাল, চিনি, সেমাই, দুধ, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

পুলিশ সুপার হেদায়েতুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নিবার্হী রেবেকা খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক শাহবুদ্দিন সিকদার, ভান্ডরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আ. আউয়ালসহ অন্যান্য কমকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।