কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি লক্ষাধিক মানুষ পানিবন্দি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০ অনলাইন ডেস্ক : কুড়িগ্রামে অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৯ উপজেলার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ৩৫ টি ইউনিয়নের অন্তত: লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকার কাঁচাপাকা সড়ক তলিয়ে থাকায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নিচু এলাকার মানুষজন ঘর-বাড়ি ছেড়ে উচু জায়গায় অশ্রয় নিতে শুরু করেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানায়, ধরলার পানি সেতু পয়েন্টে বিপদসীমার ৬৬ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ২৮ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৩০ সেন্টিমিটার ও তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদীর অববাহিকার নিম্নাঞ্চলসহ চরাঞ্চলগুলো। প্রথম দফা বন্যার পানি নেমে যেতে না যেতেই আবারো বন্যা কবলিত হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে পানিবন্দি মানুষজনের। এদিকে জরুরী বৈঠক করে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। কুড়িগ্রামের জেলা প্রশাসক মো: রেজাউল করিম জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা ও উপজেলা পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যখন যেখানে যা প্রয়োজন হবে তাই করা হবে। Share this:FacebookX Related posts: কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ কুড়িগ্রামে কর্মহীন শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা কুড়িগ্রামে মাসব্যাপী প্রেসক্লাবের সবজি বিতরণ কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরো অবনতি দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি কুড়িগ্রামে আবারো বাড়ছে ধরলার পানি কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর থেকে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু কুড়িগ্রামে ‘ভুমিদস্যু’ আব্দুর রহমানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদনে রাজারহাটে আনন্দ র্যালি কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে যুব সমাবেশ অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: কুড়িগ্রামেবন্যা পরিস্থিতির অবনতিলক্ষাধিক মানুষ পানিবন্দি