পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানে নিহত দুই, বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ১৭ গ্রাম

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মে ২০, ২০২০

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালীতে দুই জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সিপিপি’র টিম লিডার শাহ আলম মীর ও গলাচিপার পানপট্টি ইউনিয়নের রাশেদ নামে পাঁচ বছরের এক শিশু।

এছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে কলাপাড়ার লালুয়া,রাঙ্গাবালীর চরআন্ডা, চালিতাবুনিয়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে কমপক্ষে ১৭ গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

জেলায় কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে। সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে না যাওয়ায় বুধবার সন্ধ্যার পরেও সাধারন মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করেছে জেলা প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায় বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দাখালে নৌকায় করে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা প্রচার করছিলেন সিপিপি’র চার স্বেচ্ছাসেবক। এসময় লোন্দাখালে নৌকা উল্টে নিখোঁজ হন ৬নং ইউনিট টিম লিডার শাহ আলম মীর। এ সময় আরো তিন জনকে জীবিত উদ্ধার করে স্থানীয়রা।

সিপিপি কলাপাড়া ইউনিটের উপ-পরিচালক মো.আসাদুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা কিছুটা বিলম্বিত হয়েছে। নিখোঁজের প্রায় ৯ ঘন্টা পরে তার মৃত দেহ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে গলাচিপা থানা পুলিশ জানায় সকালে বাড়ি থেকে আশ্রয়ন কেন্দ্রে আসার পথে রাশেদ নামে এক শিশুর গায়ে গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলে সে নিহত হয়।