ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসকের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসন এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেয়া হয়।

এছাড়া ১১শ চারটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার কথা বলা হয়। পাশাপাশি সব স্কুল-কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও সিপিপি ও রেড ক্রিসেন্ট এর ১০ হাজার ২০০ ভলেন্টিয়ার প্রস্তুত রয়েছে ৯২ টি মেডিক্যাল টিম তৈরি আছে বলে সভায় জানানো হয়। এছাড়াও ঝুঁকিপূর্ন চরগুলো থেকে নিরাপধে মানুষকে এখনি সরিয়ে নিয়ে আসার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়। করোনার সতর্কতা স্বাস্থ্যবিধি মানার জন্য সাইক্লোন শেল্টারগুলোকেও নির্দেশনা দেয়া হয়।

জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক এর সভাপত্বিত্বে সভায় অন্যান্যের মধ্যে রেডক্রিসেন্ট,সিপিপি,কোস্ট গার্ড, ফায়র সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।