নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

অনলাইন ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে পানিতে ডুবে সাজিম নামে ২বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার চান্দুড়িয়া গ্রামের খালিদ এর ছেলে।

বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে কলারোয়া উপজেলা চন্দনপুর গ্রামে নানার বাড়ীতে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, সাজিম ৮দিন পূর্বে তার মায়ের সাথে নানার বাড়ীতে বেড়াতে আসে।

বুধবার দুপুরে খাওয়া দাওয়া শেষে তাদের গ্রামের বাড়ীতে আসার কথা ছিলো। দুপুরে শিশু সাজিম নানার বাড়িতে উঠানে খেলাধুলা করতে করতে সবার অজান্তে বাড়ির পাশে বাশবাগনের ভিতরের একটি পুকুরে পানিতে পড়ে যায়। এর কিছুক্ষন পূর্বে সাজিম কে উঠানে না দেখতে পেয়ে তার মা তাছলিমা খাতুন ও নানী মনোয়ারা বেগম চারদিকে খুঁজতে থাকে।

অবশেষে বাশবাগনের পুকুরে নিকট গিয়ে শিশু সাজিমকে পানিতে ভেসে দেখে দ্রুত তাকে পানি থেকে তুলে নিয়ে স্থানীয় গয়ড়া বাজারের পল্লি চিকিৎসক মোঃ আব্দুর রহিমের নিকট গেলে তিনি জানান পুকুরে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। মুহূর্তের মধ্যে শিশু সাজিমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তাকে এক নজরে দেখার জন্য শতশত নারী পুরুষ আবু তাহরের বাড়িতে ভীড়জমায়। এদিকে শিশু সাজিমের করুন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।