সরকারি ৬৫৫ বস্তা গমসহ ট্রাক জব্দ, আটক ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পের কাজ না করে পাচারের সময় ৬৫৫ বস্তা সরকারি গম জব্দ করা হয়েছে। শহরের বাঁকাল চেকপোষ্ট ও পাটকেলঘাটার একটি গোডাউনে রাত থেকে অভিযান চালিয়ে আজ বিকাল পর্যন্ত এসব গম জব্দ করা হয়। আটককৃত গমের মুল্য ১২ লাখ ১৮ হাজার টাকা। সাতক্ষীরা সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, কালিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ না করেই বরাদ্দকৃত গম পাচারের উদ্দেশ্যে কালিগঞ্জ খাদ্য গুদাম থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে। এসময় তারই নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাঁকাল এলাকা থেকে এক ট্রাক ও পৌছে যাওয়া পাটকেলঘাটার একটি গোডাউন থেকে আরও এক ট্রাক মোট দুই ট্রাক গম জব্দ করা হয়। সরকারি গম ক্রয় করেন পাটকেলঘাটার মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাউল মিলের মালিক গোবিন্দ সাধু। এদিকে সরকারি গম পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালিগঞ্জের তারালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেন্বর শহিদুল ইসলাম, আব্দুল খালেক ঘোরামি, লিয়াকত আলী ও আব্দুল গনিকে আটক করেছে। এছাড়াও ২জন পালিয়ে গেছে। পরে শুক্রবার বিকালে দুদকের খুলনা সমন্বিত কার্যালয়ের ইন্সপেক্টর নীল কমল পাল ও বিজন কুমার এসে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করেন। Share this:FacebookX Related posts: খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক নড়াইলে আটক ৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা মাঠে ধান পাঁকলেও মিলছেনা শ্রমিক; রয়েছে কাল বৈশাখীর ভয় চিতলমারীতে ইমাম-মোয়াজ্জেমদের মাঝে খাদ্য বিতরণ নড়াইলে নতুন করে ৩ চিকিৎসক করোনা আক্রান্ত করোনাযুদ্ধে প্রথমসারির যোদ্ধা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনালি সেন খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা দুই কচ্ছপ বিক্রেতাকে জরিমানা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ৬৫৫ বস্তা গমসহআটক ৪ট্রাক জব্দসরকারি