নড়াইলে নতুন করে ৩ চিকিৎসক করোনা আক্রান্ত

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে তিনজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৭ জন চিকিৎসকসহ ১৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন।
আক্রান্তদের দু’জন চিকিৎসক নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে (ম্যাটার্নিটি) কর্মরত। অপর চিকিৎসক সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের।

করোনা আক্রান্ত ১২ জনই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সিভিল সার্জন বলেন, ‘সোমবার সকাল পর্যন্ত মোট ২০টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৩ জন চিকিৎসকের করোনা ভাইরাসের নমুনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় সর্বমোট ১৩ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের সৈয়দ সুজনকে ইতিমধ্যে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।’