বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কাঁচা বাজার ভোগান্তিতে ক্রেত-বিক্রেতা

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনষ্টিটিউট মাঠে কাঁচা বাজার বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে চরম অসুবিধায় পরেছে ক্রেত-বিক্রেতারা।

করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষে প্রশাসনিক সিদ্ধান্তে পঞ্চগড় ব্যারিষ্টার বাজারটিকে ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনষ্টিটিউট মাঠে নিয়ে যাওয়া হয়। গত দুই দিনের বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কাঁচা মালের দোকান, মাছ-মাংসের দোকান, হাঁস-মুরগির দোজানসহ শাক-সবজির দোকান গুলো বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় ক্রেতারা ঠিক ভাবে বাজার করতে পারছেনা।

উল্যেখ্য, ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার কলেজিয়েট ইনষ্টিটিউট মাঠটি এমনিতে নিচু। প্রতি বছর বর্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠটি পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় এই জলাবদ্ধতা থাকে। তখন শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পরতে হয়।