পটুয়াখালী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে দুই জনের মৃত্যু দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর ২৫০শয্যাবিশিষ্ট হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলোশন ইউনিটে চিকিৎসাধীন দুই জন করোনা উপসর্গ নিয়ে আজ মারা গেছেন। পটুয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ কামরুজ্জামান জানান, আবু জাফর (৬০)নামে এক ব্যক্তি১৪ জুন করোনা উপসর্গে নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়। আজ ভোর চারটায় চিকিৎসাধীন অবস্থায় আবু জাফর মারা যায়।আবু জাফরের বাসা শহরের ৯ নং ওয়ার্ডের নন্দ কানাই এলাকায়। আবু জাফর এর নমুনা ইতোপূর্বে সংগ্রহ করা হয়েছে রিপোর্ট আজ পর্যন্ত পাওয়া যায়নি। এদিকে আজ সকালে মমতাজ বেগম নামে এক মহিল ভোর রাত দুইটার সময় পটুয়াখালী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়, সকাল আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মমতাজ মারা যাওয়ার পর মৃতদেহ নমুনা সংগ্রহ করা হয়েছে লাশ কোভিড প্রটোকল অনুযায়ী দাফন করা হবে। এছাড়াও গতকাল হাসিনা বেগম (৭০)নামে এক মহিলা করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।ভোর পাঁচটার পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়,পরে সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। নমুনা সংগ্রহ শেষে কোভিড প্রটোকল অনুযায়ী দাফন করা হয়েছে। Share this:FacebookX Related posts: মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ ঝালকাঠির শীতলপাটি সমবায় সমিতির সদস্যদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরিশালে বিষ প্রয়োগে খামারের ১১০টি হাঁস নিধন বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ যাত্রী নিহত কাউখালীতে ৩২০ কেজি জাটকা জব্দ কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনা উপসর্গ নিয়েদুই জনের মৃত্যুপটুয়াখালীহাসপাতালের আইসোলেশনে