সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পথচারীরা

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়কটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের আবুল কাশেমের বাড়ির পাঁকা রাস্তা থেকে খলিশাকোটাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটিতে বিভিন্ন খানাখন্দ ও গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সড়কে কাঁদা পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে ১০ গ্রামের হাজারও মানুষ চরম বিপাকে পড়েছেন।

জানা গেছে, এই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র বালারহাট বাজার। এই ৪ কিলোমিটার কাঁচা সড়ক পথে কোমলমতি শিক্ষার্থীরা ৩টি প্রাথমিক বিদ্যালয়, দুটি স্কুল ও কলেজ, মাদ্রাসা, কেজি স্কুলসহ বালারহাট বাজার সংলগ্ন নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সসহ অনেক জনগুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। ওই কাঁচা সড়কটি কয়েক হাজার মানুষের যাতাযাতের একমাত্র ভরসা। সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ হাজার মানুষ যাতায়াত করে থাকেন।

এছাড়া, বালারহাটটি বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ধান, পাট, কলা, গম, ভুট্টা ও শাক-সবজি বহনের জন্য হালকা, ভারী যানবাহন যাতায়াত করে থাকে। কিন্তু সড়ক জুড়ে খানাখন্দে ভরপুর হওয়ায় সামান্য বৃষ্টি হলেই তা যাতাযাতের অযোগ্য হয়ে পড়ে। এতে করে হাজারো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করছে।

নাওডাঙ্গা ইউনিয়নের গুরুত্বপূর্ণ ৩টি সড়ক পাকাকরণের কাজ না হওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করছেন। সড়ক ৩টি পাঁকাকরণ করা হলে ওই এলাকার উন্নয়ন তরান্বিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, ইউপি সদস্য এরশাদুল হক ও শান্তাদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে কাঁচা সড়কগুলো পাকাকরণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন নিবেদন করেও কোন সু-ফল পাওয়া যায়নি।

এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী আসিফ ইকবাল জানান, ওই সড়কটি এলজিইডির গ্রেজেট ভুক্ত নয়। তাই সড়কটি পাঁকা করতে বিলম্ব হচ্ছে।