পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। ১৩ জুন (শনিবার) দুপুরে ওই যুবক শ্বাসকষ্ট, স্বর্দি, জ্বর ও কাশিসহ বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে নিজ বাড়িতে মারা যান। যুবকের বাড়ী পঞ্চগড় পৌর এলাকার রাজনগড় এলাকায়।

পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম রিনা জানান, কিছু দিন ধরে ওই যুবকের প্রবল শ্বাসকষ্ট, স্বর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। শারিরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকের শরণাপন্ন হয় তার পরিবারের সদস্যরা।

ওই যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ভেবে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রকেম) নিয়ে যাওয়ার কথা বলে। কিন্তু তারা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রুগীকে না গিয়ে বাড়ীতেই চিকিৎসা দিয়ে আসছিল।

ওই যুবক করোনায় মারা গেছেন কিনা তা নিশ্চিত করে বলা যাবে না। করোনা পরীক্ষার জন্য ওই যুবকসহ পরিবারের ৪ সদস্যের নমুনা সংগ্রহ করে নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে। এ ছাড়া করোনা রোগীদের মতোই সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ।