মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাতে এই যুবকের মৃত্যু হয়।

মৃত ব্যক্তির বয়স ৪৬ বছর। সে কয়েক দিন ধরে জ্বরে শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত ব্যক্তিদের বাড়ি উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কিস্মৎপুর গ্রামে। এই তথ্য নিশ্চিত করেন মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. দিলরুবা ইয়াসমিন লিজা।

তিনি আরও জানান, পরিবারের ৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এবং ঘর লকডাউন করা হয়েছে । এছাড়াও উপজেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা এই একজন। দিন দিন মির্জাগঞ্জের অবস্থা অবনতি হওয়ার কারণে চারদিকে আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া মৃত্য ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ দাফন করেন।