লালমোহনে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহন উপজেলার মোতাহার নগর ইউনিয়নে স্বেচ্ছা শ্রমে রাস্তা মেরামত করা হয়েছে। গত তিনদিনের প্রচেষ্টায় ইউনিয়নটির সামাজিক সংগঠন ‘মোতাহার নগর একতা সংঘ’র উদ্যোগে স্বেচ্ছায় এ রাস্তা মেরামত করা হয়েছে।

জানা যায়, মোতাহার নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুনসুর আলী মাতাব্বর বাড়ির আধা কিলোমিটার কাচা রাস্তায় খোয়া ও বালি দিয়ে মেরামত করে সংগঠনের একদল স্বেচ্ছাসেবক।

সংঠনের সভাপতি নাগর মাতাব্বর জানায়, ‘রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারও মানুষের চলাফেরা। বর্ষার সময় রাস্তাটি দিয়ে মানুষের চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তাই আমরা সকল সদস্য মিলে এই রাস্তাটি মেরামতের উদ্যোগ নেই। রাস্তা মেরামতের জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন পশ্চিম চরউমেদ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহিন মাতাব্বর। ‘

মোতাহার নগর একতা সংঘ’র এমন উদ্যোগককে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।