লালমোহনে ওয়ারেন্টের ৬ আসামী গ্রেফতার

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহনে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আত্মগোপনে থাকা ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ধলীগৌরনগর ও কচুয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন, ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. নওয়াব (৫৫), মো. সাত্তার (২৭), মো. বাপ্পী (২৫), মো. হান্নান (৩৫), কচুয়াখালী গ্রামের মো. রিপন (২২) ও আবু তাহের আরিন্দা (৫০)।

লালমোহন থানার ওসি (ভারপ্রাপ্ত) বশির আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ছিল। রোববার রাতে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করি।