নবাবগঞ্জে প্রশাসন থেকে উপহার পেলেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে ২টি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও শিশু খাদ্য উপহার হিসেবে প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টায় ঐ দুই শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ জন শিক্ষার্থীকে করোনা সংকট কালীন সাহায্য হিসেবে উপজেলা প্রশাসনের তহবিল থেকে নগদ ৩শ টাকা ও উপজেলা সমাজ সেবা দপ্তর থেকে শিশু খাদ্য প্রদান করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেন। এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।