লালমোহনে অগ্নিকান্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে পৌর শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ১২ টি দোকান পুড়ে গেছে। লালমোহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রেণ আসে।

এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার অধিক হবে বলে দাবী করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন লালমোহন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।

এসময় অগ্নিকাণ্ডে চায়ের দোকান, পোল্ট্রি মুরগির দোকান, কাঁচা মালের আড়ৎ, কুমারের দোকান, ফার্মেসি ও গোস্তের দোকানসহ প্রায় ১২ টি দোকান পুড়ে যায়।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষনাক ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করে সকলকে ধৈর্য ধারণের আহবান জানান।

এছাড়াও উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন এমপি শাওন।

অন্যদিকে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন, ইউএনও হাবিবুল হাসান রুমি, ওসি মীর খায়রুল কবীর প্রমূখ।

এসময় ইউএনও হাবিবুল হাসান রুমি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকে করে শিগগিরই তাদেরকে সরকারী সহায়তা প্রদান করা হবে।