নোয়াখালীতে চেয়ারম্যানের ছেলেসহ আটক ২, অস্ত্র উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ অনলাইন ডেস্ক : নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় ইসমাইল বকশী (২৬) মাঈন উদ্দিন (৩০) নামের দুই যুবককে আগ্নেয়াস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। বুধবার দুপুরে স্থানীয় রশিদ ড্রাইভার বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার বকশীর ছেলে ইসমাইল বকশী ও তার সহযোগি একই এলাকার মাঈন উদ্দিন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দফায় দফায় ওই এলাকায় কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মহড়া দিচ্ছিল একদল যুবক। দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেল নিয়ে স্থানীয় ছাত্রলীগ কর্মী আবদুল্যাহ্ আল মামুনের বাড়িতে ডুকে দুই যুবক। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে ওই দুই যুবককে আটক করে। পরে তাদের মোটরসাইকেলে থাকা একটি হাতব্যাগ খুলে তিনটি এলজি দেখতে পায়। ছাত্রলীগ কর্মী মো. আবদুল্যা আল মামুন জানান, তাকে হত্যা করার উদ্দেশ্যে এ দুইজন এলাকায় সকাল থেকে ঘুরছে। স্থানীয় লোকজন টের পেয়ে তাকে (মামুন) ডেকে এনে ওই দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুজ্জামান সিকদার বলেন, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। Share this:FacebookX Related posts: নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ আটক ২ নোয়াখালীতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন নোয়াখালীতে করোনায় আক্রান্ত আরও ২০, মোট ৯৭ নোয়াখালীতে আগুনে ১২ দোকান পুড়ে গেছে ওসিসহ নোয়াখালীতে আক্রান্ত আরও ২৩জন নোয়াখালীতে থানার ওসিসহ আক্রান্ত আরও ৬২ নোয়াখালীতে আরও ৭৭জন করোনায় আক্রান্ত নোয়াখালীতে ইউপি সদস্যকে গুলি নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড নোয়াখালীতে শিশু ও নারী ধর্ষণ, দুই ধর্ষক কারাগারে বেগমগঞ্জে এবার মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলৎকার, আটক ২ নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: অস্ত্র উদ্ধারআটক ২চেয়ারম্যানের ছেলেসহনোয়াখালীতে