স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোণার কেন্দুয়ায় স্টুডেন্টস এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠনের একদল শিক্ষার্থী স্বেচ্ছাশ্রমে প্রায় দেড় কিলোমিটার গ্রামীণ কাঁচা রাস্তা মেরামত করেছেন।
উপজেলার গন্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজম্যান্ট ডিপার্টমেন্টের শিক্ষার্থী নাহিদ জামান সিদ্দিকী সংগঠনের পক্ষে বলেন, কেন্দুয়া-আঠারবাড়ী পাকা সড়ক থেকে কালিয়ান ও গৈছাশিয়ার শামুকজানি নদীর সেতু পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আমাদের সংগঠনের পক্ষ থেকে রাস্তাটি মেরামত করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই রাস্তা দিয়ে প্রায় ১০টি গ্রামের মানুষ চলাচল করেন। এছাড়াও রাস্তার পাশে ছোট বড় মৎস্য খামার রয়েছে। এসব মৎস্য খামার থেকে প্রতি বছর কয়েক কোটি টাকার মাছ বাণিজ্যিক ভাবে উৎপাদন করা হয়। এসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে ওই রাস্তা দিয়ে ভারী ও হালকা যানবাহন চলাচল করে। তাই বর্ষা মৌসুমে এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠে। তাই সংগঠনের উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয়েছে।
সংগঠনের সদস্য রকিবুল ইসলাম বলেন, ২০১৫ সালে ১১ জন সদস্য নিয়ে আমাদের সংগঠনের যাত্রা শুরু হয়। ইতিমধ্যে আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী এলাকার অসুস্থ, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।

সারোয়ার জাহান তুহিন বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় জনসচেতনামূলক লিফলেট, মাস্ক বিতরণসহ এলাকার অসহায় কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। হাজারো মানুষে পাশে আমরা দাঁড়িয়েছি। তাছাড়া করোনার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমরা বর্তমানে গ্রামের বাড়িতে অবস্থান করছি। তাই সকলে মিলে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

জাহাঙ্গীর আলম রোমান নামের আরেক সদস্য বলেন, আমাদের সংগঠনটিকে আর্থিক ভাবে সাহায্য করছেন বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মঞ্জু ,মতিউর রাহমান ভূঁইয়া, আহম্মেদ হোসেন ভূঁইয়া, শহিদুল ইসলাম, শাহ আলম প্রমূখ।