লালমোহনে ২ ব্যাংক কর্মকর্তাসহ একদিনে ৭ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলার লালমোহনে ২ ব্যাংক কর্মকর্তাসহ একদিনে নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার লালমোহন সোনালী ব্যাংকের কর্মকর্তা শামীম আলম ও কৃষি ব্যাংক মঙ্গলসিকদার শাখার কর্মকর্তা মো: আলী রাসেল এর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এছাড়া গজারিয়া ৭নং ওয়ার্ডের রামকৃষ্ণ মজুমদার রাধা ডাক্তারের ভাই অনিল, ছেলে সৌরভ ও পুত্রবধু তনুর করোনা রিপোর্ট পজেটিভ আসে। রাধা ডাক্তার গত ১৯ জুন করোনা উপসর্গ নিয়ে মারা যান। তার মৃত্যুর পর পরিবারের ৩ জনেরই করোনা পজেটিভ আসলো। পৌরসভার ৮নং ওয়ার্ডের ঠিকাদার ফজলুল হক ও তার ছেলে তামিমেরও করোনা পজেটিভ আসে।

আগেরদিন শনিবার লালমোহনে আরো দুইজনের করোনা পজেটিভ আসে। তারা হলেন সাংবাদিক আরিফ, পৌরসভার ৯নং ওয়ার্ডের কামরুল ইসলাম।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহসিন খান জানান, এনিয়ে লালমোহনে করোনা শনাক্ত হয়েছে মোট ২৯ জনের। এর মধ্যে একজনের মৃত্যু হয় ও ৮ জন সুস্থ্য হয়েছে। অন্যান্য আক্রান্তরাও সুস্থ্য আছে, তারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে।

গত ১৫ জুন জ¦র ও শ^াসকষ্ট নিয়ে লালমোহন হাসপাতালে মারা যাওয়া লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইউসুফ মঞ্জুর পিতা ধলীগৌরনগর ইউনিয়নের বাসিন্ধা হাজী সফিজল হকের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।