সুস্থ হয়ে ফিরলেন লুনা

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা অবশেষে নতুন জীবন ফিরিয়ে পেয়েছে।

করোনা মুক্ত হয়ে শনিবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতাল ছেড়েছেন তিনি। তবে খোরশেদ আইসোলেশনে রয়েছেন তার নিজ বাড়ি নারায়ণগঞ্জের মাসদাইরে। তিনি এখনো করোনা মুক্ত হননি। তবে সুস্থ হয়ে আবারো মানবসেবায় নামবেন কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, আলহামদুলিল্লাহ। আজ (শনিবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমার স্ত্রী লুনা স্কয়ার হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন। আপাতত আরো এক সপ্তাহ ঢাকায় সে তার মায়ের বাসায় অবস্থান করবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য এবং আমার নেগেটিভ না হওয়া পর্যন্ত। আমাদের বিপদকালীন সময়ে আপনাদের দোয়া, সহানুভূতির জন্য আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ।

গত ৩০ মে ৬১ তম লাশের সৎকার করে (মৃত ব্যক্তি হিন্দু ধর্মের) এসে খোরশেদ জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। এমন খবর শুনে তার স্ত্রী লুনা মানষিকভাবে ভেঙে পড়েন। লুনা আগ থেকেই করোনা আক্রান্ত ছিলেন। রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় অসুস্থ স্ত্রীকে নিয়ে আইসিও সম্পন্ন হাসপাতালের খোঁজে বেরিয়ে পড়েন।

সকালে আইসিও বেড দেয়া হবে এমন আশ্বাসে সিদ্ধিরগঞ্জ সাজেদা হাসপাতালে লুনাকে ভর্তি করান। কিন্ত পরের দিন লুনার শারীরিক অবস্থার অবনতি হয়ে জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। পরবর্তীতে এমপি শামীম ওসমান এগিয়ে এসে খোরশেদ ও লুনাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।