ঠাকুরগাঁওয়ে শত বছরের গোরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনার প্রাদুর্ভাবে বিশ্ব যখন দিশেহারা ঠিক সেই মহূর্তে ঠাকুরগাঁওয়ে শতবছরের গোরস্থান দখলে মাঠে নেমেছে স্থানীয় প্রভাবশালী একটি পরিবার।

সেই ভূমিদস্যূ পরিবারের হাত থেকে শতবছরের গোরস্থান রক্ষার দাবিতে করোনা ঝুঁকির মধ্যেও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৪ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নং রায়পুর ইউনিয়নের বেংরোল গ্রামের স্থানীয় ৫০০ শত পরিবার ফুটানি বাজার নামক স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন বয়সের যুবক,যুবতী,পুরুষ ও মহিলারা। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, কয়েকশত বছর পূর্বে থেকে আমরা ৩টি গোরস্থানে গ্রামের কেউ মারা গেলে কবর দিয়ে আসতেছি কিন্ত হঠাৎ করে স্থানীয় কথিত এক নেতা ও তার পরিবারের সদস্যরা যোগসাজশে ক্ষমতার বলে নিজের জমি দাবি করে ৩ টি কবরস্থান দখল করে গাছ রোপন ও হালচাষ করেছে।

আমরা আমাদের বাপদাদার শতবছরের কবর ও গোরস্থান রক্ষার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারা কাছে আবেদন করছি এবং অচিরেই যেন আমাদের এ সমস্যা সমাধান হয়। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ইয়াছিন আলী তার বক্তব্যে বলেন, আমার জন্মে পর থেকে দেখে আসতেছে বেংরোল কবরস্থানে কয়েক শত কবর দেওয়া হয়েছে।

একটি কবরের উপর ১০ টি করে কবর পড়েছে। আমাদের বাপ দাদার কবরস্থানটি এক কথিত আওয়ামী লীগ নেতা ও তার পরিবার সদস্যরা জোরপূর্বক দখল করে গাছ রোপণ করেছে এবং সেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এতে আমাদের বাপদাদার কবর নষ্ট হয়ে যাচ্ছে।কেউ মারা গেলে মাটি দিতে তারা বাধাঁর সৃষ্টি করছে।

এই দূর্যোগময় মুহুর্তে আমরা এলাকার সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসকের কাছে সহযোগীতা চাই। মানববন্ধনের ব্যানারে দেখা যায় “ভূমী দস্যুদের হাত থেকে শতবছরের বেংরোল গোরস্থান রক্ষা করুন” মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন ও ঠাকুরগাঁওয়ের ডিসি মহোদয়ের কাছে আবেদন শতবছরের আমাদের বাপদাদাদের সমাধি ও কবরস্থান রক্ষা করুন।

জানা যায়,এসএ ও সিএস রেকর্ড অনুযায়ী কাঁচ পুকুর ও ভূতাহারপুকুর ও ফুটানী বাজার গোরস্থানগুলোর প্রকৃত মালিক ছিলেন হরিপুরের জমিদার হরি বল্পব রায়। তিনি এই জমি গুলো আমিন মহাজনকে দিয়ে দেয়। সেই কবরস্থান আমিন মহাজন গোরস্থান হিসেবে দান করেন। দেশ স্বাধীনের পূর্বে থেকে কাঁচ পুকুর কবরস্থান, ভূতাহার পুকুর, ফুটানিবাজার কবরস্থানে গ্রামের মানুষ মৃত্যু বরণ করলে তাদের দাফন করা হতো।

আরো জানা যায়,কয়েকশত বছর আগে থেকে যে জমি খাস হিসাবে স্থানীয়রা কবরস্থান হিসেবে ব্যবহার করে আসতেছে। সেই জমি কি ভাবে ব্যক্তি মালিকানা হয়। এলাকাবাসী প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে। অবিলম্বে এ অতৎপরতা বন্ধ করা না হলে কবরস্থান ৩টির অস্তিত্ব বিপন্নের আশংকা স্থানীয়দের।

অভিযোগসূত্রে কবরস্থান দখলকারী ব্যক্তিরা হলেন,বেংরোল সরকার পাড়া গ্রামের মৃত. পজির উদ্দীনের ছেলে দবির উদ্দীন,দবির উদ্দীনের ভাই ফরিদ ইসলাম,দবিরউদ্দীনের ছেলে কথিত নেতা রবি ইসলাম,মৃত. হাজির উদ্দীনের ছেলে আবুল কাশেম,খয়রুল মাষ্টারের ছেলে অভি ইসলামসহ কতিপয় কিছু ব্যক্তি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,কবরস্থান দখরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে সদর থানা পুলিশ ও স্থানীয় ভূমি অফিসকে তদন্তের জন্য বলা হয়েছে। আমরা অতীশ্রীর্ঘই দুই পক্ষকে নিয়ে আলোচনা করার জন্য বসার ব্যবস্থা করবো।