ফুলবাড়ীতে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

অনলাইন ডেস্ক : সারাদেশে নারী-শিশু ধর্ষণ বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের অটোষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী নাজমূস শাকিব পিয়াস, আতাউর রহমান, আনারুল ইসলাম, বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আতাউর রহমান রতন, নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদা খন্দকার ও নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন প্রমূখ।