গৌরীপুরে লক্ষন ছাড়াই পজেটিভ পরদিন নমুনা পরীক্ষায় আবার নেগেটিভ

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

কমল সরকার’ গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের সুতির পাড় গ্রামের আক্রান্ত শিমুল হাসানের (৩২) শরীরে কোন প্রকার করোনার লক্ষন ছাড়াই করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে।

এ ক্ষেত্রে (১৪মে) বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ হাসপাতাল থেকে পুনরায় আক্রান্ত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর ওইদিন সন্ধ্যায় করোনা আক্রান্ত একই ব্যাক্তির নমুনা পরীক্ষায় ফলাফল এসেছে আবার নেগেটিভ।

এ উপজেলায় একমাত্র আক্রান্ত ব্যাক্তি শিমুল হাসান ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ক্লিনার হিসেবে কর্মরত ছিল। সে চাকুরির পাশাপাশি নিয়মিতভাবে এলাকায় মুদি দোকান পরিচালনা করে আসছিল। আক্রান্ত ব্যক্তির শরীরে কোন রকম করোনার উপসর্গ না থাকলেও হাসপাতালে চাকুরী করার কারনে তার রক্তের নমুনা গত ৫ মে পরীক্ষার জন্য ময়মনসিংহ পিসিআর ল্যাবে প্রেরন করা হয়। (১৩ মে) বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ পাওয়া যায়।

সাথে সাথেই আক্রান্ত শিমুল হাসানকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেয়া হয়। তার পরিবারের সকলকে ১৪ দিনের হোমকোয়ারেন্টাইনে রাখাসহ বৃহস্পতিবার (১৪ মে) পরিবারের ৫ সদস্যর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম।