ভালুকায় কোয়ারেন্টাইন স্থাপনে এলাকাবাসীর বাঁধা

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা সরকারী ডিগ্রী কলেজ ভবনে করোনা ভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টাইন স্থাপনের জন্য সিদ্ধান্ত নেন উপজেলা প্রশাসন।

কোয়ারেন্টাইন স্থাপনের খবরে ডিগ্রী কলেজ মহল¬ার এলাকাবাসীরা মঙ্গলবার সকালে তা নির্মান করতে বাঁধা দেয়। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভালুকা মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মাইন উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোহেলী শারমীন ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীকে কোয়ারেন্টাইন সম্পর্কে বুঝিয়ে ডিগ্রী কলেজ ভবনে কোয়ারেন্টাইন স্থাপন করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে করোনা নিয়ন্ত্রনে জন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।