ভালুকায় বসতবাড়িতে হামলা ভাংচুর লুটপাট: মহিলা ও বৃদ্ধসহ আহত-৬

প্রকাশিত: ১:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বাওয়া গ্রামে সোমবার সকালে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় হামলায় মহিলা ও বৃদ্ধসহ ৬ জন আহত হয়েছে। আহতদের মাঝে দুই বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, উপজেলার বাওয়া গ্রামের বাওয়া মৌজায় ১৬৯ নং দাগে ৩ শতাংশ জমি নিয়ে তাজিমুল ইসলামের ছেলে বাবুল ও প্রতিবেশী মৃত হেকমত আলীর ছেলে রিটন মিয়া গংদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রিটন মিয়া বিরোধপূর্ণ জমিতে একটি হাফ বিল্ডিং নির্মাণ শুরু করলে বাবুল স্থানীয় ভাবে বিচার প্রার্থী হয়। স্থানীয় মাতাব্বরগণ নির্মাণ কাজ বন্ধ রেখে উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে বসতে বলেন তা অমান্য করে ঘটনার দিন সকালে রিটন পুনরায় নির্মাণ কাজ শুরু করলে বাবুলের চাচা কদ্দুস নির্মাণ কাজে বাঁধা দেন।

এসময় রিটন ও তার ভাই সাহিদ এর নেতৃত্বে বাবুলের বসতবাড়িতে গিয়ে হামলা, ভাংচুর ও লোটপাট চালায়। হামলায় বাবুলের বৃদ্ধ চাচা কদ্দুছ মিয়া (৭০), চাচি সাবিনা (৬০), বাবুলের চাচাত বোন তাসলিমা (৩৫), ভাই জুলহাস (৩০), ফুফু সাফিয়া (৫০) ও বাবুল (৩৪) আহত হন। আহতদের মাঝে কদ্দুছ ও সাবিনাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ¬ক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় হামলাকারীরা বাবুলের চাচার ৪টি বসতঘর ভাংচুর করে ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে ও আড়াই লক্ষ টাকার স্বর্ণালংকার মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এঘটনায় বাবুল বাদী হয়ে রিটন ও সাহিদ সহ ১০ জনের নাম উলে¬খ করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মামলার বাদী বাবুল জানান, রিটন জোরপূর্বক নির্মাণ কাজ চালু করলে আমার চাচাসহ ঘটনাস্থলে গিয়ে কাজে বাঁধা দেই। ওই সময় কাজ বন্ধ করে আমাদের বাড়িতে গিয়ে আরও লোকজন নিয়ে বসতবাড়িতে হামলা চালিয়ে আমাদেরকে মারপিট করে আহত করে। এসময় তারা ৪টি ঘর ভাংচুর করে ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে আড়াই লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অভিযোক্ত রিটন মিয়ার মোবাইল ফোনে বিষয়টির ব্যাপারে জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন। আর রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।