ধোবাউড়ায় খালের উপর ব্রীজ মেরামতের দাবী, ১০ গ্রামবাসীর

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

কামরুল হাসান ধোবাউড়া ; ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদর ইউনিয়নের ধোবাউড়া গোয়াতলা সড়কের সুঁতিয়ানদীর পাড় হতে ঘাগটিয়াপাড় রাস্তার হরচন্দ্রপুর কাজী বিলের উপর ঝুঁকিপূর্ণ পাকা ব্রীজ ও রাস্তাটি নির্মাণের দাবী ১০ গ্রামবাসীর।

শুকনা মৌসমে রাস্তাটি দিয়ে কোন মতে রিক্সা, মটর সাইকেল দিয়ে চলাচল করলেও বর্ষা মৌসমে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে তলিয়ে যায়। ফলে, হরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন হাঁটুজল পাড়ি দিয়ে চলাচল করতে হয়। হরচন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুর রহমান আকন্দ বলেন, ব্রীজটি ঝুঁকিপূর্ন হওয়ায় ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়া অনেক কষ্ট হচ্ছে। তিনি সড়কটি দ্রুত পাকা ও ঝুঁকিপূর্ন ব্রীজটি মেরামতের দাবী জানিয়েছেন।

এলাকাবাসীর পক্ষে মোঃ মোবাারক হোসেন আকন্দ বলেন, বর্ষা মৌসমে আমরা ঘর থেকে বের হতে পারি না। এ রাস্তার পাশে একটি প্রাথমিক বিদ্যালয় এবং এ রাস্তা দিয়ে তাঁরাইপাড়,বন্দেরপাড়া, গাগটিয়ারপাড়, হঁরিপুরসহ ১০ টি গ্রামের মানুষ চলাচল করে। তিনি আরও জানান, এসব এলাকায় কোন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় ছাত্র-ছাত্রীরা অনেক কষ্টে এ রাস্তা দিয়ে ধোবাউড়া সদরে আসতে হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেসদৌস জানান, গ্রাম্য রাস্তাটি ইউনিয়ন পরিষদের আওতায়, ইউপি চেয়ারম্যান নিজস্ব তহবিল বা এ ডি পির অর্থ দিয়ে মেরামত করতে পারেন। রাস্তাটির ব্যাপারে সদর ইউপি চেয়ারম্যান এরশাদুল হক বলেন, আগামী মৌসমে মাটি কেটে উঁচু করে ইটের সলিং করার পরিকল্পনা আছে। তিনি ব্রীজটি দেখে মেরামতের উদ্যোগ নিবেন।