করোনা সচেতনতায় পঞ্চগড়ে জেলা প্রশাসকের মাস্ক ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে এবং জনসচেতনতা গড়ে তুলতে মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।

২৩ মার্চ (সোমবার) পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, পৌর মেয়র মোঃ তৌহিদুল ইসলামসহ পৃরশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মধ্যে মাস্ক এবং লিফলেট বিতরণ করেন।

এছাড়াও বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের নির্ধারিত মূল্যের অত্যাধিক যাতে কেউ রাখতে না পারে, সেজন্য বাজার মনিটরিং করেন। এসময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন সকল সময়, সকল অবস্থায় জনগণের সাথেই আছে।