হালুয়াঘাটে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের মাইকিং

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব রোধে ও করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, ভাইরাসের লক্ষণ দেখা দিলে অতিদ্রুত চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ভাইরাস বিস্তার রোধ ও প্রতিকারের উপায় সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করতে উপজেলাজুড়ে উপজেলা প্রশাসনের বরাত দিয়ে মাইকিং করছেন নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।

গত বুধবার অপরাহ্ন থেকে উপজেলায় এই মাইকিং শুরু করা হয়। মাইকিংয়ে বলায়, সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোমকোয়ান্টাইনে থাকতে বলা হয়। বেশী লোক জমায়েত এমন অনুষ্ঠান এড়িয়ে চলতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিদেশ ফেরত ব্যক্তিদের তথ্য দিয়ে থানা,স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা প্রশাসনকে অবগত করার জন্য আহবান জানানো হয়। যারা এ নির্দেশ অমান্য করবেন তাদেরকে ৬ মাসের সাজা অথবা ১ লক্ষটাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন বলে মাইকিংয়ে উল্লেখ করা হয়।

জানা যায়, বর্তমানে করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করলেও বাংলাদেশে এ পর্যন্ত ১৭ জন ব্যক্তিকে সনাক্ত করা হয়। আজ পর্যন্ত সারাদেশে একজন রোগী মারা গেলেও এ উপজেলায় বিদেশ থেকে আসা ব্যক্তিদের হোমকোয়ান্টাইনে থাকলেও কারও শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম বলেন, সরকার এ দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব বিস্তাররোধে বিদেশ ফেরতদের জন্য হোমকোয়ান্টাইনের ব্যবস্থা করেছেন। যদি কেহ এটি ভঙ্গ করে বা বাড়ী থেকে বের হয়ে চলাফেরা করে তাহলে তার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন আপনার আশে পাশে কেউ বিদেশ থেকে আসলে হোমকোয়ান্টাইনে থাকার পরামর্শ দিয়ে করোনা প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করারও অনুরোধ জানান তিনি।