কুড়িগ্রামের সেই ডিসির বিরুদ্ধে থানায় অভিযোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০ অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভিন সিনিয়র সহকারী কমিশনার- রাজস্ব (আরডিসি) নাজিম উদ্দিন, সহকারী কমিশনার (এসি) রিন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার (এসি) এসএম রাহাতুল ইসলাম এবং অজ্ঞাত আরও ৩৫-৪০ জনের নামে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনার নামে অমানবিক নির্যাতন ও সাজা দেওয়ার ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় এ অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার আরিফুল ইসলামের পক্ষে এজাহারের কপি থানায় পৌঁছে দেন সাংবাদিরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান মামলার এজাহারের কপি গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করেন। ওসি এজাহার গ্রহণ করে বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’ এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ। অভিযোগ দাখিলের সময় থানায় উপস্থিত ছিলেন– বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার নুরুজ্জামান লাবু ও লালমনিরহাট প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাবেক সভাপতি সময় টিভি ও সমকাল প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু, চ্যানেল আই প্রতিনিধি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক,টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের ইউসুফ আলমগীর,বণিক বার্তা ও এসএ টিভির প্রতিনিধি বাদশা সৈকত, ডিবিসি নিউজের ওয়াহিদুজ্জামান তুহিন, জিটিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম, বার্তা২৪ডটকমের জুয়েল রানা, আমার সংবাদের প্রতিনিধি ইমতে আহসান শীলু, আরটিভি ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি একরামুল হক সরকার, ইত্তেফাক ও বাংলানিউজ২৪ ডটকমের প্রতিনিধি ফজলে এলাহী স্বপন, কুড়িগ্রাম ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোসসহ স্থানীয় সাংবাদিকরা। প্রসঙ্গত, গত ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামের বাসায় হানা দিয়ে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে ক্রসফায়ারের হুমকিসহ ডিসি অফিসে এনে নির্মম নির্যাতন করা হয়। এরপর অধূমপায়ী আরিফকে আধা বোতল মদ ও দেড়শ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগ এনে ওই রাতেই এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। পরে ১৫ মার্চ তিনি জামিনে মুক্তি পান। Share this:FacebookX Related posts: পঞ্চগড় প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের ৩শ কম্বল বিতরণ বিরামপুরে প্রেস ক্লাব সভাপতি শাহিন, সম্পাদক মশিহুর মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিক তুলে নিয়ে ১ বছরের জেল সাংবাদিক আরিফুলের জামিন হিলিতে সংবাদকর্মীদের পিপিই প্রদান কুড়িগ্রামে মাসব্যাপী প্রেসক্লাবের সবজি বিতরণ কুড়িগ্রামের এমপি মতিন করোনাভাইরাসে আক্রান্ত কুড়িগ্রামের ২ বাংলাদেশি শ্রমিককে আটক করেছে বিএসএফ ফুলবাড়ীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দীর্ঘ ৪৫ বছর পর স্থায়ী ঠিকানা পেল পঞ্চগড় প্রেসক্লাব প্লাজমা দিতে ঢাকায় গেলেন কুড়িগ্রামের করোনাজয়ী ২৪ পুলিশ সদস্য প্রেসক্লাব সম্পাদকের মাথা ফাটিয়ে দিলেন ইউপি চেয়ারম্যান SHARES Matched Content দেশের খবর বিষয়: কুড়িগ্রামেরথানায় অভিযোগসেই ডিসির বিরুদ্ধে