ভালুকায় হত্যা মামলার আসামীর বাড়িতে আগুন গ্রেফতার-১

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকায় হত্যা মামলার আসামীর বাড়িতে সোমবার রাতে আগুন দিয়েছে দু®কৃতিকারীরা এ সময় মালামালসহ দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। অপর দিকে ফয়জুল হক হত্যা মামলার আসামী হেলাল উদ্দিন (৪৮) কে একই রাতে নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভালুকা মডেল থানার পুলিশ গ্রেফতার করেছে।

জানা যায়, বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাতিবেড় গ্রামের মৃত: মহুর উদ্দিনের ছেলে ফয়জল হক খুন হয়। এঘটনায় নিহতের ছেলের বৌ নারগিছ আক্তার বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৪/৫ আসামী করে একটি মামলা দায়ের করেন। সোমবার রাত ১১টার সময় নিহতের জানাজ নামাজ পড়ার সময় দু®কৃতিকারীরা হত্যা মামলার দুই নম্বর আসামী আবুল কালাম ওরফে কালোর বসত বাড়িতে আগুন দেয়। আগুনে টিভি,ফ্রিজসহ ঘরের আসবাবপত্র পুড়ে ভূস্মীভূত হয়। এসময় বাড়ির লোকজন পুলিশের ভয়ে পলাতক ছিল। আগুন লাগার পর স্থানীয় লোকজন কেউ ওই বাড়ির আগুন নিভানোর জন্য এগিয়ে আসেনি। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এস,আই আবুল কালাম নারায়গঞ্জের সিদ্ধিরগঞ্জ হেলাল উদ্দিনের ছেলে রাশেদের শ্বশুর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার ইকবাল হাসান জানান, আমরা গিয়ে দেখি ঘটনাস্থলে পুলিশ ও গ্রাম পুলিশ উপস্থিত। দুই ঘন্টা চেষ্টা করে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে প্রায় ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ বলা যাচ্ছে না।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এস,আই আবুল কালাম জানান, একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গ,ফয়জল হক ও কদম আলী গংদের মাঝে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল এরই জের হিসাবে গত রবিবার (১৫মার্চ) সকালে কদম আলীগং মিলে প্রতিপক্ষ ফয়জুল হক ও তার ছেলে শফিকুলের উপর হামলা চালায়। । সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফয়জল হক মারাযান।