ভালুকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলা প্রশাসনের আয়োজনে সংক্ষিপ্ত কর্মসূচীর মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ,উপজেলা পরিষদ হল রুমে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের ্এমপি মনিরা সুলতানা মনি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,আ’লীগের ভালুকা উপজেলা শাখার সধারন সম্পাদক গোলাম মোস্তফা,মেয়র ডা.একে এম মেজবাহ উদ্দন কাইয়ুম,ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিনসহ যুবলীগ,ছাত্রলীগ উপজেলা শাখার সভাপতি ও সম্পাদক বক্তব্য রাখেন।