ঈশ্বরগঞ্জের অপহৃত ছাত্রী গৌরীপুরে উদ্ধার গ্রেফতার-১

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিশে^শরী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির অপহৃত ছাত্রীকে ১৫দিন পর অভিযান পালিয়ে রোববার (৯ আগস্ট) ভোরে উদ্ধার করেছে ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী খানপাড়া গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ সাদেক মিয়া (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা, পুলিশ ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, ৯ম শ্রেণির ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়া ও বাড়ির বাহিরে বের হলে দীর্ঘদিন যাবত মোঃ সাদেক মিয়া মেয়েটিকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে উত্যক্ত করে আসছিলো। মেয়েটি গত ২৫জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বারুয়ামারী বাজারের কসমেটিক দোকানে আসার পর তাকে অপহরন করা হয়। এ ঘটনার মেয়ের বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।