গৌরীপুরে শিক্ষকদের মাসিক সমন্বয় সভা ও নব-যোগদানকৃত শিক্ষকদের সম্বর্ধনা

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। (১১ মার্চ) বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ।

অনুষ্টানে সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন গৌরীপুর উপজেলা রিসোর্সের ইন্সট্রাক্টর মাকসুদ আরা বানু, সহকারি শিক্ষা অফিসার আবু রায়হান, মো.মাজাহিদুর রহমান,আমিনুল্লাহ মোমতাজি।

গৌরীপুর উপজেলা প্রাথমিক কর্মকর্তা মনিকা পারভিন বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন বাড়াতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান বলেন প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ভীত মজবুত হলে উচ্চ শিক্ষায় তারা ভাল ফলাফল করবে।

এছাড়া তিনি নব যোগদানকৃত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন কর্মক্ষেত্রে তাদের মেধা মনোনিবেশ করে শিশু শিক্ষার্থীদেরকে উন্নত শিক্ষায় শিক্ষা দান করতে হবে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভিন শিক্ষকদের বলেন’ বর্তমানে সারাদেশ ব্যাপি করোনা ভাইরাস সম্পর্কে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য। এ সময় গৌরীপুর উপজেলার বিভিন্ন স্কুলে যোগদান করা ২১ জন শিক্ষককে উপজেলা শিক্ষা অফিসের পক্ষথেকে অভিনন্দন সহ বরন করে নেয়া হয় হয়।

নব যোগদানকৃত সহকারি শিক্ষকদের উদ্দেশ্যে অভিনন্দন জানিয়ে প্রধান শিক্ষকদের মাঝ থেকে বক্তব্য রাখেন, গৌরীপুর পৌর সতিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা বেগম, রামগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহমুদা জেসমিন, নওঁগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, পাচাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান রঞ্জন,অনন্তগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন রেখা, উজ্জল রবিদাস গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার, শিক্ষক নেতা ও গাওগৌরীপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরফান উদ্দিন প্রমুখ।