গৌরীপুরে বাসস্ট্যান্ড থেকে পিকআপ ভ্যান চুরি !

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে সাদা কালারের একটি মাহিন্দ্র পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৭-৭৩২১) চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতে যেকোন সময় এ চুরি সংঘটিত হয়।

এ উপজেলার রামগোপালপুর গ্রামের জয়নাল আবেদীন ভূঞা (৫২) জানান, ময়মনসিংহ শহরের একটি মটরস’র শো-রুম থেকে তার স্ত্রী পারুল বেগমের নামে প্রায় ৮ মাস পূর্বে একটি মাহিন্দ্র পিকআপ ভ্যান কিস্তিতে ক্রয় করেন তিনি। এ পিকআপ ভ্যানটি পরিচালনার জন্য দায়িত্ব দেয়া হয়েছিল রামগোপালপুর গ্রামের ড্রাইভার আব্দুল হালিম (২৪) কে।

আব্দুল হালিম সারাদিন গাড়ী চালিয়ে প্রতিদিন রাতে রামগোপালপুর বাসস্ট্যান্ডে পিকআপ ভ্যানটি পার্কিং করে রেখে বাড়িতে চলে যেত। প্রতিদিনের মত বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ১১ টার দিকে পিকআপ ভ্যানটি পার্কিং করে বাড়িতে চলে যায় ড্রাইভার হালিম। পরদিন শুক্রবার ভোরে বাসস্ট্যান্ডে এসে দেখেন তার পিকআপ ভ্যানটি নেই।

পরে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে পিকআপ ভ্যানের সন্ধান না পেয়ে তিনি গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন (জিডি নং-২৪৯ তাং-০৬/০৩/২০২০ ইং)। জয়নাল আবেদীন আরো জানান, তার চুরি হওয়া সাদা রংয়ের পিকআপ ভ্যানের চেচিস নং-MAIZU2GHKJIB20564, ইঞ্জিন নং-GHJIBI0555 ।