ধোবাউড়ায় স্কুল ছাত্রীকে ইভটিজিংঃ থানায় মামলা

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া(ময়মনসিংহ ; গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সোহাগীপাড়া গ্রামে এক স্কুল ছাত্রীকে ইভটিজিং করার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।

জানাযায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯ টা ৩০ মিনিটে সোহাগীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী নিজ বাড়ী থেকে প্রতিদিনের মতো স্কুলে আসার পথে চায়লাবাড়ী নামক স্থানে পথরোধ করে একই গ্রামের বখাটে রাসেল(৩০) প্রথমে মোবাইল নাম্বার ও বাড়ীর ঠিকানা জানতে চায়। এসময় ঐ ছাত্রী তার কথামতে মোবাইল নাম্বার ঠিকানা না বলায় বখাটে রাসেল তাকে জাবরাইয়া ধরে বই খাতা ছিনিয়ে নেয়। স্কুল ছাত্রীর চিৎকারে পথচারীরা চলে আসলে রাসেল দৌড়ে পালিয়ে যায়।

সাথে সাথেই স্কুল ছাত্রীটি ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে তাকে পথচারীরা স্কুলে নিয়ে আসে। পরে স্কুলের প্রধান শিক্ষক ইয়াছমিন বেগম ঐ ছাত্রীকে ধোবাউড়া স্বাস্ব্য কমপ্লেক্সে এনে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে ধোবাউড়া থানায় নিয়ে আসে। স্কুলের প্রধান শিক্ষক ইয়াছমিন বেগম জানান, ঘটনাটি অত্যন্ত নেক্কার জনক, বখাটেদের সুষ্ট বিচার না হলে প্রত্যন্ত বিল এলাকা থেকে কোন ছাত্রীরা স্কুলে আসবে না বলে অভিবাবকরা তাঁকে জানিয়েছেন। স্কুল ছাত্রীর পিতা আবুল কালাম জানান, তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগটি থানায় রেকর্ড করা হয়।

এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা বলেন, অভিযোগ দায়েরের পূর্বে মুটোফুনে সংবাদ পেয়ে তিনি নিজে ফোর্স নিয়ে ভিকটিমের বাড়ী, ঘটনাস্থল, স্কুল এলাকা পরিদর্শন করে এলাকার লোকজন নিয়ে স্কুলে সচেতনতামূলক সভা করেন। তিনি আরও জানান, দ্রুত আসামী গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে।