ধোবাউড়ায় জাতীয় ভোটার দিবস উদযাপিত

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০

কামরুল হাসান, ধোবাউড়া প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে “ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নিব” এই শ্লোগানে গতকাল সোমবার জাতীয় ভোটার দিবস ২০২০ উৎসবমূখর পরিবেশে উদযাপিত হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা চত্তর হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি পরবর্তী উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) কাবেরী জালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) সেলিমা খাতুন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া প্রমুখ।