আত্রাই পুলিশের সহায়তায় হারানো শিশুকে ফিরে পেলেন বাবা-মা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০ নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কমলমতি তিন শিশুকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা। ওই তিন শিশুরা হলো, পার্শ্ববতী বাগমাড়া উপজেলার বীরকয়া গ্রামের মান্নান মন্ডলের ছেলে শিহাব (১০) একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আসিব হোসেন (১২) ও আশরাফ হোসেনের ছেলে মাহফুজ (১৩)। রবিবার রাতে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন কোমলমতি তিন শিশুকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন। জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট তিন শিশুকে আত্রাই থানার ডিএসবি নুরুল ইসলাম দেখতে পেয়ে তাদের ডাক দেয়। পরে তারা ডাকে সাড়া দিয়ে কাছে আসলে তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তারা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে তারা ঘুরতে ঘুরতে এ পর্যন্ত চলে এসেছে। পরে তাদের থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, হারিয়ে যাওয়া শিশুদের থানায় নিয়ে আসার সাথে সাথে তাদের রাতের খাবার খাওয়ানোর পর তাদের নাম পরিচয় শুনে তাদের পরিবারের কাছে সংবাদ পাঠিয়ে রবিবার রাতেই সংবাদকর্মীদের উপস্থিতিতে বাবা-মার কাছে তুলে দেয়া হয় কোমলমতি তিন শিশুকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে শীতার্তদের পাশে স্ট্যান্ডার্ড ব্যাংক আত্রাইয়ে ক্যান্সারে আক্রান্ত অসহায় রোগীরা পেলেন সরকারি সহায়তা আত্রাইয়ে কনকনে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন আত্রাইয়ে আনন্দ শোভাযাত্রা আত্রাইয়ে গুড়ি গুড়ি বৃষ্টি কাজে ফিরতে পারছে না সাধারণ মানুষ মাদকের আখড়া আত্রাইয়ের রেলওয়ে কলোনীর পরিত্যক্ত ভবন আত্রাইয়ে চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের সংবাদ সম্মেলন আত্রাইয়ে এক এসএসসি পরীক্ষার্থীনির পরীক্ষা অনিশ্চিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতাভোগী বাছাই কার্যক্রম উদ্ধোধন পুলিশ সুপারের উদারতায় ঠাঁই পেলো শিশুটি আত্রাই নদীর পানি বৃদ্ধি আবারও নিন্মাঞ্চল প্লাবিত পাবনায় প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ SHARES Matched Content দেশের খবর বিষয়: আত্রাইপুলিশের সহায়তায়ফিরে পেলেনবাবা-মাহারানো শিশুকে