গাজীপুরে ধর্ষণের পর ফেসবুকে উল্লাসকারী ৪ জন রিমান্ডে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক : শ্রীপুর উপজেলায় জন্মদিনের অনুষ্ঠানে কিশোরীকে ধর্ষণের পর ফেসবুকে উল্লাসকারী চারজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন- শ্রীপুর উপজেলার নয়নপুর গ্রামের শরীফ উদ্দিন মোল্লা (২০), কিশোরগঞ্জের হোসেনপুর থানার নৈয়পুর গ্রামের শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার উজান চন্দ্রপাড়া গ্রামের ইমরান হাসান সুজন (১৯) ও ত্রিশাল থানার আহসান ওরফে হাসান (১৬)। মঙ্গলবার গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. ইকবাল হোসেন শুনানি শেষে প্রাপ্তবয়স্ক তিনজনের প্রত্যেককে তিন দিনের এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমএলবি মেজবাহ উদ্দিন আহমেদ কিশোর আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুর আদালতের পরিদর্শক মো. রকিবুল ইসলাম জানান, চার আসামিকে পাঁচ দিন করে রিমান্ড চেয়ে রবিবার আদালতে পাঠায় পুলিশ। ওই দিন আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল সাকিব জানান, ১৫ জানুয়ারি বিকালে শ্রীপুরের নয়নপুর এলাকায় ভুক্তভোগী কিশোরীকে এক জন্মদিনের অনুষ্ঠানে এনার্জি ড্রিংকসের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করা হয়। পরে ঘটনার বিবরণ দিয়ে উল্লাস প্রকাশ করে ফেসবুকে ভিডিও আপলোড করেন ধর্ষকরা। এ ঘটনায় ১৬ জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা এবং র্যাব-১ কার্যালয়ে অভিযোগ করেন। পরে ২৪ জানুয়ারি ময়মনসিংহ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে র্যাব। Share this:FacebookX Related posts: স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুক লাইভে উল্লাস গ্রেপ্তার-৪ কিশোরগঞ্জে চোলাই মদসহ ২৪জন মাদক বিক্রয় ও সেবনকারীকে সাজা পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ভৈরবে প্রায় ২৫ লক্ষ টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক কিশোরগঞ্জে পঞ্চাশ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার মোহাম্মদপুরে চোরাই সিএনজি কেনাবেচা চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! রায়পুরায় ছেলেধরা আটক, তিন শিশু উদ্ধার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: ৪ জন রিমান্ডেগাজীপুরধর্ষণফেসবুকে উল্লাস