শিক্ষার্থীদের নোট ও গাইড বই কিনতে বাধ্য না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের নোট ও গাইড বই কিনতে বাধ্য না করতে শিক্ষকদের প্রতি রবিবার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।কোচিং করতে শিক্ষার্থীদের বাধ্য না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অহেতুক শিক্ষার্থীদের বইয়ের বোঝা বৃদ্ধি করবেন না। এটা অনৈতিক কাজ।’

সিলেটের ওসমানী নগরে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘জিপিএ পাঁচ পাওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে তোমরা নিজেদের গড়ে তুলবে।’তিনি জানান, প্রতি জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকার শিক্ষিত বেকার তৈরি করতে চায় না তাই কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করছে। ২০২১ সাল থেকে প্রতিটি স্কুলে কারিগরি শিক্ষা চালু করা হবে এবং প্রতি উপজেলায় একটি করে কারিগরি স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হবে।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং আরও ১০০টি নির্মাণাধীন রয়েছে।

এছাড়া, ৩২৯টি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতি বছর এই ট্রাস্টের মাধ্যমে ৪০ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়।