অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন দণ্ড দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১ অনলাইন ডেস্ক ; নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নুর হোসেনকে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। একইসঙ্গে পৃথক আরেকটি চাঁদাবাজির মামলায় আদালত নুর হোসেনকে খালাস দিয়েছেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ এ তথ্য জানান। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, ২০১৪ সালের ২৮ এপ্রিল ৭ খুন মামলার আসামি নুর হোসেনসহ তার সহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। নুর হোসেনের অন্য সহযোগীরা বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র জামা দিলেও তিনি অস্ত্র জমা না দিয়ে নিজ হেফাজতে রেখে দেন। এই অস্ত্র উদ্ধারে ওই বছরের ০৫ মে নুর হোসেনের বাড়িতে আইন-শৃংখলা বাহিনী অভিযান চালালেও সেটি পাওয়া যায়নি। তিনি বলেন, পরবর্তীতে একই বছরের ০২ অগাষ্ট রাজধানীর মালিবাগ রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা কবলিত একটি প্রাইভেটকার থেকে নুর হোসেনের সেই অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। সেই মামলায় আদালত তদন্ত কর্মকর্তাসহ ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন। পরে যুক্তিতর্ক শেষে আদালত এ মামলায় নুর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। জাসমিন আহমেদ বলেন, এই মামলার রায় প্রদান শেষে একই আদালতে আরেকটি চাঁদাবাজির মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুর হোসেন ও তার সহযোগীসহ ৮ আসামি খালাস পান। এর আগে সকালে আইন-শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নুর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়। Share this:FacebookX Related posts: আশুলিয়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের পর ফেসবুকে উল্লাসকারী ৪ জন রিমান্ডে মানি লন্ডারিং মামলায় ক্যাসিনো খালেদসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কিশোরগঞ্জে চোলাই মদসহ ২৪জন মাদক বিক্রয় ও সেবনকারীকে সাজা পাপিয়া ও তাঁর স্বামীকে ১৫ দিনের রিমান্ড পল্লবী থানায় বিস্ফোরণ : তিনজন ১৪ দিনের রিমান্ডে সিনহা হত্যা: পুলিশের করা তিন সাক্ষীর রিমান্ড চায় র্যাব অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ অস্ত্র মামলায় শাহেদের যাবজ্জীবন কারাদণ্ড বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর : রিমান্ডে গ্রেফতার চারজন তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: অস্ত্র মামলায়নূর হোসেনেরযাবজ্জীবন দণ্ড