হালুয়াঘাটে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষে নিহত-২,আহত-৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০ জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই নিহত ও সাত জন আহত হয়েছেন। শুক্রবার অপরাহ্নে উপজেলার রঘুনাথপুর নামক স্থানে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় অটোরিক্সাটি ধুমড়েমুচরে যায়। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে ইমাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৪৬৫) একটি যাত্রীবাহী বাস রঘুনাথপুর নামক স্থানে আলিসা বাজার থেকে ছেড়ে আসা একটি আটোরিক্সার সাথে মুখোমোখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। পরে সড়ক দূর্ঘটনার খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্বার করে উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক উপজেলার রহেলা গ্রামের নুর ইসলামের পুত্র আরিফুল ও বাঘমার গ্রামের নুর ইসলামের পুত্র সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন, নিচিন্তপুর গ্রামের আলমগীর হোসেনের পুত্র ইমন,আব্দুল হামিদের পুত্র জাহাঙ্গীর,শহীদ এর পুত্র হৃদ্বয়,আবুল কাসেম এর পুত্র শামীম,সুহাগ মিয়ার এর পুত্র মিজানূর, আলমগীর এর পুত্র লিমন,নজরুল ইসলামের পুত্র সাকিব। হালুয়াঘাট থানার ভারপ্রাপÍ কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সড়ক দূঘৃটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আরিফুল ও সজীব নামক দুই জনের লাশ উদ্বার করেছেন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ঘাতক ইমাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৩৪৬৫) গাড়ীটি আটক করেছেন বলে জানান। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমোখি সংঘর্ষে নিহত-৪,আহত-৫ হালুয়াঘাটে শিক্ষার্থী পিটানো সেই শিক্ষিকার বিরুদ্ধে শিঘ্রই ব্যবস্থা- শফিউল হক হালুয়াঘাটে পুলিশ কর্মকর্তা কর্তৃক শহীদ পরিবারে সদস্যকে মারধরের অভিযোগ হালুয়াঘাটে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু’র উদ্বোধন হালুয়াঘাটে মাদক-জঙ্গি-শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা হালুয়াঘাটে দোকানপাট বন্ধ, কমেছে জনসমাগম হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২ হালুয়াঘাটে প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়নে ২৭ লক্ষ টাকা বিতরণ হালুয়াঘাটে একদিনে করোনায় আক্রান্ত-৯, মোট আক্রান্ত ১৯ হালুয়াঘাটে এক সন্তানের জননীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ হালুয়াঘাটে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: অটোরিক্সার মুখোমোখিআহত-৭যাত্রীবাহী বাসসংঘর্ষে নিহত-২হালুয়াঘাটে