খুলনায় জলবায়ু পরিবর্তন ও প্রত্নতাত্ত্বিক মাঠকর্ম নিয়ে সেমিনার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০ খুলনায় জলবায়ু পরিবর্তন ও প্রত্নতাত্ত্বিক মাঠকর্ম নিয়ে সেমিনার আতিয়ার রহমান খুলনা : পরিবর্তনশীল ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখোমুখি প্রতিবেশে প্রতœতাত্ত্বিক মাঠকর্মের উদ্দেশ্য ও পদ্ধতি পরিপ্রেক্ষিত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার গতকাল বৃহস্পতিবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সেমিনারে বক্তারা বলেন, প্রাচীন স্থাপনা বা পুরাকীর্তির মধ্যে প্রতœতত্ত্ব বিভাগের কাজ সীমাবদ্ধ নয়। প্রতœতত্ত্বের পরিধি ব্যাপক বিস্তৃত। পরিবেশ, বন ও জলবায়ু প্রতœতত্ত্বের অন্যতম উপাদান। প্রতœতত্ত্বের মাধমে কোন অঞ্চলের ইতিহাস, ঐহিত্য ও জলবায়ু সম্পর্কে জানা যায়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অতীতে মানুষ যেসকল কৌশল অবলম্বন করেছে তার অভিজ্ঞতার মাধ্যমেই প্রস্তুতি নিতে বক্তারা পরামর্শ দেন। অনুষ্ঠানে জানানো হয়, প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনা আঞ্চলিক কার্যালয়ের অধীনে খুলনা ও বরিশাল বিভাগে সংরক্ষিত পুরাকীর্তির সংখ্যা ১১০টি এবং দুইটি বিভাগীয় জাদুঘরসহ মোট আটটি জাদুঘর রয়েছে। এসব জাদুঘরের মাধমে দর্শক, পর্যটক ও গবেষকদের প্রতœতত্ত্ব বিষয়ে সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. বশিরুল-আল-মামুন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এবং পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আহমেদ জিয়াউর রহমান। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেন। সভাপতিত্ব করেন প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক আফরোজা খান মিতা। স্বাগত জানান সহকারী পরিচালক একেএম সাইফুর রহমান সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কলেজ, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকরা অংশগ্রহণ করেন। Share this:FacebookX Related posts: খুলনায় ‘আল্লাহর দল’র ২ সদস্য গ্রেপ্তার খুলনায় করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় আলোচনা সভা খুলনায় সীমিত পরিসরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত খুলনায় কর্মসংকটে থাকা নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় প্রথম করোনা রোগি সনাক্ত, এলাকা লকডাউন খুলনায় ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না -সিটি মেয়র খুলনায় ডুমুরিয়ায় সরকারী খাল ভরাট’র অভিযোগ খুলনায় ‘মাস্ক নাই যার, বাজার নাই তার খুলনায় মানবিক বাংলাদেশ সোসাইটি’র পক্ষথেকে ত্রাণ সহায়তা কোরবানি ঈদকে সামনে রেখে খুলনায় দুশ্চিন্তায় প্রায় ৭ হাজার খামারী ব্যাবসায়ী খুলনায় ৯৮২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে খুলনায় দুদকের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারী ও তার স্ত্রী কারাগারে SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: খুলনায়জলবায়ু পরিবর্তনপ্রত্নতাত্ত্বিকমাঠকর্ম নিয়ে সেমিনার