ধোবাউড়ায় নদী দখলের মহোৎসব: গড়ে উঠছে পাকা স্থাপনা

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নদী দখলের মহোৎসব চলছে । উপজেলা সদর বাজার সংলগ্ন সাতার খালী নদীর দু-পাড়ে পাকা ঘর নির্মাণ করে নদী দখল করা হচ্ছে। নদীর উভয় পাড় দখল করে পাকা ঘর নির্মাণ করলেও প্রশাসনের চোঁখে পড়েনি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। সাতারখালী নদীর তীরে ধোবাউড়া সদর বাজারের অবস্থান থাকায় নদীর দু-পাশ দখল করে ইতিমধ্যে মোশারফ, মিরাশ, সাইফুল ইসলাম ফকির,আব্দুল লতিফ, হযরত আলীসহ প্রায় ৫০ জন ব্যবসায়ী পাকা আধা-পাকা ঘর নির্মাণ করে নদী দখল করছে।

দখলদারদের কাছে জানতে চাইলে তারা জানান নদী ভেঙ্গে তাদের ক্রয়কৃত জমি নিয়ে গেছে, তারা নদী ভরাটকৃত জায়গায় ঘর করেছেন। এছাড়াও গোয়াতলা ও পোড়াকান্দুলিয়া কংশ নদী পাড় ও কলসিন্দুর খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে, নদী দখলের কয়েকটি স্থাপনা উচ্ছেদসহ ৭-৮ টি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন নদী দখল মুক্ত করার লক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।