ধোবাউড়ায় নারী দিবসে পুলিশের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া ময়মনসিংহ : রবিবার দুপুর ১২ টায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় থানা পুলিশের আয়োজনে জিও এনজিও ও ছাত্রীদের অংশগ্রহনে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিয়াকোর্নিয়া সংস্থা এশিয়া রিজিউনাল ডিরেক্টর মিঃ গার্বিয়েল, কান্ট্রিডিরেক্টর খোদেজা সুলতানা লোপা,ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা,সারা সংস্থার নির্বাহী পরিচালক তুষার দারিং, পুলিশ পরিদর্শক হালিম উদ্দিন ও মোঃ চাঁদ মিয়া প্রমূখ।

এছাড়া সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান, স্কুল ছাত্রীদের একটি বিশাল সাইকেল র‌্যালিতে অংশ গ্রহন করেন। পরে বিকেলে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত নারী শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখেন।