ধোবাউড়ায় পূর্ববিরোধের জের ধরে গৃহবধুকে মারধরের অভিযোগ

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

কামরুল হাসান,ধোবাউড়া : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধুকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বাঘবেড় ইউনিয়নের উত্তর বাঘবেড় গ্রামের সাহেদ আলীর (৫৫) সাথে একই গ্রামের অমির হোসেন(৬০) গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। তারই জেরে, গত শনিবার বিকেলে সাহেদ আলীর বাড়িতে আমির হোসেন গংরা অনধিকার প্রবেশ করে সাহেদ আলী ও তার স্ত্রী পারুল বেগম(৫০)কে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে।

শনিবার সন্ধায় গুরুতর আহত অবস্থায় সাহেদ আলীর স্ত্রী পারুল বেগমকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাহেদ আলী বাদী হয়ে ধোবাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ চাঁদ মিয়া জানান, তিনি অভিযোগটি পেয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবেন।