পঞ্চগড়ে শাহাজাহান খাঁনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ এন এ রবিউল হাসান লিটন,পঞ্চগড় প্রতিনিধি ; বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খাঁন এমপির বিরুদ্ধে “নিরাপদ সড়ক চাই “সংগঠনের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের দায়ের করা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারে দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন। ১৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪) এর আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে জেলার ৫টি উপজেলার পরিবহন শ্রমিকরা অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের (২৬৪) সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মুকুল, পঞ্চগড় জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (১৬৬০) সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, এবং পঞ্চগড় জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (২০০০)সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বই মেলা শুরু পঞ্চগড়ে হোম কোয়ারেন্টাইনে ১৮৮ জন পঞ্চগড়ে ত্রাণের দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী পঞ্চগড়ে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই পঞ্চগড়ে ইমাম-মুয়াজ্জিনদের খাদ্য সহায়তা প্রদান পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু পঞ্চগড়ে সানি নামের এক শিশু পাওয়া গেছে পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: পঞ্চগড়েবিক্ষোভমিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভশাহাজাহান খাঁনের বিরুদ্ধে