পঞ্চগড়ে বেতনের টাকায় খাদ্য সামগ্রী দিচ্ছে সেনাবাহিনী

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি ; পঞ্চগড়ের বোদা উপজেলায় গুচ্ছগ্রাম ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দরিদ্র ও দুঃস্থ মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।
২২ এপ্রিল (বুধবার) দুুপুরে উপজেলার ইসলামবাগের গুচ্ছগ্রাম ও বালাভীর আদিবাসী আশ্রয়ন প্রকল্পের শতাধিক দরিদ্র মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেন সেনাবাহিনীর সদস্যরা।

সেনাবাহিনী সূত্র জানায়,সেনাবাহিনী সদস্যদের রেশনের টাকা এবং সেচ্ছা সেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর সদস্যরা উপজেলার প্রান্তিক পর্যায়ের চাল, ডাল, তেল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করছেন।