বিরামপুরে ভূমি অফিসের ভিত্তি প্রস্তর উদ্বোধন

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে আধুনিক মানের ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে উপজেলার কাটলা ইউপি’র কাটলা বাজারে এলজিইডি’র অর্থায়নে ৬১ লক্ষ ৯৯ হাজার ৭’শ টাকা ব্যায়ে কাটলা ইউনিয়ন ভূমি অফিসের একতলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রসাশক এর পক্ষে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম রাজু, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আলী, ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুবলীগ নেতা ইজারদার আলম হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।