ময়মনসিংহে শ্রেষ্ঠ ১০ জয়িতাকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : জয়িতা অন্বেষণে বাংলাদেশ র্শীষক কার্যক্রমের অধীনে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ বিভাগের ১০ শ্রেষ্ঠ জয়িতাকে বৃহস্পতিবার সকালে টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওশন আক্তার।

অনুষ্ঠানের মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পারভীন আকতার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান প্রমূখ। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সংবর্ধীত জয়ীতারা হলেন জামালপুরের মোছা. নাজমা রশিদ, মোছা. কল্পনা মোছা: সাবিনা ইয়াসমীন ও রাজিয়া বেগম, ময়মনসিংহের শামীমা চেীধুরী, মোছা. জুলেখা খাতুন, শেরপুরের মোছা. আইরিন, তৃঞ্জা আগাথা ¤্রং, ও জুসনা বেগম, নেত্রকোণার মোছা. কুলসুম এ খাতুন।

অনুষ্ঠানে নির্বাচিত ৫ জন জয়িতার জীবন সংগ্রামের ওপর ধারণকৃত ভিডিও প্রদর্শন করা হয়। প্রধান অতিথি জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তোলে দেন। অনুষ্ঠানে জয়িতাগণ তাদের অনুভূতি প্রকাশ করে তাদের স্ব স্বা ক্ষেত্রে কৃর্তিত্বের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহিলা ও শিশু মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।