কেন্দ্রীয় আওয়ামী লীগকে স্বাগত জানাতে মুকসুদপুরে নেতা কর্মীর সমাবেশ

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে মুকসুদপুরে তাদের স্বাগত জানিয়েছেন স্থানীয় নেতা কর্মিরা। আজ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে রাস্তার দুপাশের আওয়ামী লীগের নেতাকর্মিরা কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের তারা স্বাগত জানান।

গোপালগঞ্জে-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান এমপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও অংগসঙ্গঠনের নেতাকর্মীরা। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় বিশ্ব রোডের দু’পাশ।

এসময় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমের নেতৃত্বে আওয়ামী লীগ ও অংগসঙ্গঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।